বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মাস্ক

প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে মাস্ক

যত দিন যাচ্ছে, ধনীরা আরও বিত্তশালী হচ্ছেন, দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছেন বলে একাধিক সমীক্ষায় উঠে এসেছে ইতোমধ্যেই। সম্পদ বৃদ্ধির নিরিখে এবার সবাইকে পেছনে ফেলতে চলেছেন ধনকুবের ইলন মাস্ক। পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার (১০০০ বিলিয়ন) হওয়ার পথে টেসলার প্রধান। আর আগামী দুই বছরের মধ্যে, ২০২৭ সাল নাগাদই মাস্ক ট্রিলিয়নিয়ার হতে পারেন এক সমীক্ষায় জানানো হয়েছে। দুবাইয়ের ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির সমীক্ষায় সম্পদ বৃদ্ধির নিরিখে মাস্ককে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে। তারা জানিয়েছে, বার্ষিক ১১০ শতাংশ হারে সম্পত্তি বাড়ছে মাস্কের। সম্প্রতি ব্লমবার্গ বিলিয়নারি ইনডেস্ক জানায়, এ মুহূর্তে মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২৪০ বিলিয়ন ডলারের বেশি। সেই নিরিখে ২০২৭ সালের মধ্যে মাস্কের সম্পত্তি ১ ট্রিলিয়নে গিয়ে ঠেকবে বলে মত ইনফরমা কানেক্ট অ্যাকাডেমির।

১ ট্রিলিয়ন বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২ লাখ কোটি টাকা। ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে ভারত থেকেও এক শিল্পপতি রয়েছেন বলে জানিয়েছে ইনফরমা কানেক্ট অ্যাকাডেমি। তাদের দাবি, ২০২৮ সাল নাগাদ ট্রিলিয়নিয়ার হিসেবে উঠে আসতে পারেন গৌতম আদানি। তিনি পৃথিবীর দ্বিতীয় ট্রিলিয়নেয়ার হতে পারেন। প্রতি বছর ১২৩ শতাংশ হারে তার সম্পত্তি বাড়ছে। এর পাশাপাশি, এনভিডিয়ার প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং, মেটার (ফেসবুক) সিইও মার্ক জাকারবার্গ এবং এনভিএমএইচয়ের বার্নার্ড আর্নোও ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে রয়েছেন।

সর্বশেষ খবর