শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মহামারির নতুন ভ্যাকসিন তৈরি করছে চীন

করোনার শুরু হয়েছিল চীন থেকে। তবে এবার আর সেই পথে যেতে নারাজ চীনের বিজ্ঞানীরা। চীনের উইহান ইনস্টিটিউট শুরু করেছে নতুন পরীক্ষা। ভবিষ্যতের মহামারি থেকে বাঁচতে শুরু হয়েছে বিশেষ ধরনের ভ্যাকসিনের পরীক্ষা। এই পরীক্ষায় রয়েছে বাদুড়ের করোনাভাইরাস। বিভিন্ন দেশে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের দাপট। আগামী দিন যাতে কোনো ধরনের মহামারি না আসে সেজন্য বিশেষ একটি ভ্যাকসিন তৈরি করতে চলেছে চীন। প্রাথমিক সূত্রে খবর, বর্তমানে যে ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে সেটি ইঁদুরজনিত সব ধরনের রোগ থেকে দেহকে রক্ষা করবে। তবে এবার চীনের বিজ্ঞানীরা সতর্ক রয়েছেন, যেন কোনো ধরনের জীবাণু ছড়িয়ে না পরে। কভিডকালে তারা ভুল করেছিলেন, তাই এবার তারা অনেক সতর্ক। সার্স, ডেল্টা, ওমিক্রন সব রোগের ক্ষেত্রে যাতে একটি ভ্যাকসিনই কাজে লাগে সেদিকে নজর রাখছেন চীনের বিজ্ঞানীরা। এ বিষয়ে চীনের এক বিজ্ঞানী জানিয়েছেন, সতর্কভাবে নতুন ভ্যাকসিন তৈরির কাজ চলছে। নতুন যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে তবে সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর