শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

কলকাতা প্রতিনিধি

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

অবশেষে স্বস্তি পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে দেশটির সুপ্রিম কোর্ট। আবগারি নীতি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ২৬ জুন কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিন সেই মামলায় শর্তসাপেক্ষে তার জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত। ওই একই মামলায় গত ২১ মার্চ তাকে গ্রেপ্তার করেছিল দেশটির আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ (ইডি)। মানি লন্ডারিং মামলায় ইতোমধ্যেই জামিনে রয়েছেন কেজরিওয়াল। কিন্তু সিবিআই এর মামলায় তিহার জেলে বন্দি ছিলেন তিনি। সে ক্ষেত্রে এই মামলায় প্রথম গ্রেপ্তার হওয়ার প্রায় ছয় মাস পরে জেল থেকে ছাড়া পেতে চলেছেন মাফলার ম্যান খ্যাত কেজরিওয়াল। সিবিআইয়ের গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রিট করেছিলেন কেজরিওয়াল। ৫ সেপ্টেম্বর শীর্ষ আদালতের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং সূর্যকান্তের বেঞ্চে শুনানি হয়। এক সপ্তাহ স্থগিত রাখার পর শুক্রবার শীর্ষ আদালত সেই মামলার রায় দেয়। রায় শোনাতে গিয়ে এদিন সিবিআইকে কার্যত তিরস্কার করে শীর্ষ আদালত।

হাই-প্রোফাইল এই দুর্নীতি মামলায় কেজরিওয়াল হলেন পঞ্চম ব্যক্তি যিনি জামিনে মুক্তি পেলেন।

সর্বশেষ খবর