শিরোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
জিম্মি মুক্তি দাবি

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলে দুই সপ্তাহ ধরে নতুন করে জিম্মিদের মুক্তির দাবিতে প্রতিদিন বিক্ষোভ করা হচ্ছে -রয়টার্স

গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে হাজারো ইসরায়েলি বিক্ষোভকারী শনিবার তেল আবিবের কেন্দ্রস্থলে জড়ো হয়েছে। তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিয়ে সরকারের কাছে হামাসের সঙ্গে জিম্মি বিনিময় চুক্তির আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে। ইসরায়েলি সামরিক সদর দপ্তরের সামনে এবং অন্যান্য সরকারি ভবনের বাইরে বিক্ষোভকারীরা জড়ো হয়ে প্রায় ১০০ জিম্মির মুক্তি নিশ্চিত করার দাবি জানায়, যারা এখনো যুদ্ধবিধ্বস্ত গাজায় আটক রয়েছে। গত দুই সপ্তাহ ধরে নতুন করে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, বিশেষ করে ছয়জন বন্দির লাশ গাজা থেকে উদ্ধার হওয়ার পর। গত সপ্তাহান্তে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। শনিবারের বিক্ষোভে জিম্মিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা সরকারের ব্যর্থতার কারণে ক্ষোভ প্রকাশ করেন এবং নেতানিয়াহুকে দোষারোপ করেন যে তিনি জিম্মি মুক্তির চুক্তি করতে ব্যর্থ হয়েছেন। তারা মনে করেন, নেতানিয়াহু যতদিন ক্ষমতায় থাকবেন, যুদ্ধ চলতে থাকবে ও কোনো জিম্মি মুক্তি হবে না।

সর্বশেষ খবর