সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

মার্কিন নির্বাচনের দুই প্রার্থীকেই অপছন্দ পোপ ফ্রান্সিসের

মার্কিন নির্বাচনের দুই প্রার্থীকেই অপছন্দ পোপ ফ্রান্সিসের

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থীর কেউই পছন্দ নয় পোপ ফ্রান্সিসের। তার মতে কেউই জনদরদি নন। পোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী নির্বাসন পরিকল্পনার সমালোচনা করেন। অন্যদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসকে গর্ভপাতের অধিকারকে সমর্থন করায় তার অবস্থানের সমালোচনা করেছেন। পোপ ফ্রান্সিস যখন চার দেশের সফর শেষ করে রোমে ফিরছিলেন তখন তাকে একটি সংবাদ সম্মেলনে আমেরিকান ক্যাথলিক ভোটারদের পরামর্শ দেওয়ার জন্য বলা হয়েছিল। ফ্রান্সিস জোর দিয়ে বলেছিলেন, তিনি আমেরিকান নন, তাই ভোট দেবেন না। যদিও তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বা ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের নাম উল্লেখ করেননি।

সর্বশেষ খবর