বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

১১ মিনিটে ২০৪০ কিমি পথ পেরিয়ে ইসরায়েলে হামলা

১১ মিনিটে ২০৪০ কিমি পথ পেরিয়ে ইসরায়েলে হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে গত রবিবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের জনবসতিহীন এলাকায় আঘাত হেনেছে। এ কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেই হামলার পর থেকেই পশ্চিম দুনিয়ার শক্তিধর দেশগুলোর মধ্যে চর্চা শুরু হয়েছে হুতি বিদ্রোহীদের হাতে এ প্রযুক্তি কোথা থেকে এলো? হাইপারসনিক (শব্দের চেয়ে পাঁচ গুণ বা তার বেশি গতিসম্পন্ন) ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলা চালানো হয়। ১১ মিনিটে ২০৪০ কিমি পথ পেরিয়ে ইসরায়েলে হামলে পড়ে ক্ষেপণাস্ত্রটি। হুতিরা যে ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছিল, সেটির নাম ‘ফিলিস্তিন ২’। একেবারে নিখুঁত নিশানায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলে হামলায় নিজেদের গোপন অস্ত্র ব্যবহার করে পশ্চিমি দুনিয়াকে চমকে দিয়েছে হুতিরা। এ ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। সর্বাধিক দূরত্ব অতিক্রম করতে পারে ২১৫০ কিলোমিটার। এ ক্ষেপণাস্ত্রটিকে সম্প্রতি ইয়েমেন সেনার হাতে তুলে দেওয়া হয়। এর গতি ম্যাক ১৬। অর্থাৎ ঘণ্টায় ১৯৭৫৬ কিলোমিটার। যে কোনো দেশের ‘এয়ার ডিফেন্স সিস্টেম’-কে ভেঙে তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র।

সর্বশেষ খবর