শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিসর সফরে ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে মিসর সফরে ব্লিঙ্কেন

গাজায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল মিসর সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সফরে মিসরের কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়েও আলোচনা করবেন ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর কয়েক মাস ধরে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, যার মূল লক্ষ্য হলো ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তির পাশাপাশি চলমান যুদ্ধ বন্ধ করা। এই চুক্তি অর্জনের পথে দুটি প্রধান বাধা রয়ে গেছে। প্রথমত, ইসরায়েল গাজা ও মিসরের মধ্যবর্তী অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডরের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে চায়। দ্বিতীয়ত, বন্দিবিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা এখনো সম্ভব হয়নি।

সর্বশেষ খবর