শিরোনাম
বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাজ্যের জন্য ভালো হয়নি ব্রেক্সিট, ইইউতে কমছে রপ্তানি

ব্রেক্সিট-পরবর্তী প্রশাসনিক জটিলতা ব্রিটিশ ব্যবসায় প্রভাব ফেলেছে। ফলে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পণ্য বাণিজ্য কমে গেছে এবং পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। বার্মিংহামের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদনে ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরের তিন বছরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইইউতে যুক্তরাজ্যের পণ্য রপ্তানির বাজারমূল্য ২৭ শতাংশ এবং আমদানির বাজারমূল্য ৩২ শতাংশ কমেছে।

সর্বশেষ খবর