বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা
নিহত ১১ আহত ৩ হাজার

কী এই পেজার? কীভাবে একে বিস্ফোরণের কাজে লাগানো হয়েছে

পেজার একটি ছোট যোগাযোগ যন্ত্র, যা বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। আশির দশকে সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে মোবাইল এবং অন্যান্য প্রযুক্তির আবির্ভাবের সঙ্গে পেজারের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু হিজবুল্লাহর মতো অনেক সংগঠন এখনো পেজার ব্যবহার করে। কারণ এটি মোবাইল বা অন্যান্য যোগাযোগ যন্ত্রের তুলনায় অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়। কীভাবে একটি পেজার কাজ করে? সহজ ভাষায়, আপনি যদি পেজারের মাধ্যমে কাউকে বার্তা পাঠাতে চান, তবে প্রথমে আপনার ডিভাইসে রিসিভারের রেডিও ফ্রিকোয়েন্সি সেট করতে হবে, তারপরই আপনি বার্তা পাঠাতে পারবেন। পেজারে ফোন করার সুবিধা নেই। পেজার প্রধানত তিন প্রকার। প্রথমটি হলো ওয়ানওয়ে পেজার, যাতে শুধু মেসেজ পাওয়া যায়। দ্বিতীয়টি একটি দ্বিমুখী পেজার, যেখানে বার্তা পাঠানোর পাশাপাশি বার্তা গ্রহণে সুবিধা রয়েছে এবং তৃতীয়টি একটি ভয়েস পেজার যাতে ভয়েস রেকর্ড করে বার্তা পাঠানো যায়।

সর্বশেষ খবর