শিরোনাম
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

বিজয়ের আশায় জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করতে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে তিনি রাশিয়ার সঙ্গে আড়াই বছর ধরে চলা যুদ্ধ অবসানে কিয়েভের পরিকল্পনা জানাবেন। মার্কিন নেতৃত্ব ও জাতিসংঘে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট কূটনৈতিক সাফল্যের আশা করছেন। বিজয় পরিকল্পনা পেশ করে তিনি রাশিয়াকে কোণঠাসা করতে চান। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি তার সহযোগীদের সঙ্গে প্রকৃত শান্তির লক্ষ্যে ‘বিজয় ভাগ করে নিতে চান’ বলে জানিয়েছেন। দেশবাসীর উদ্দেশে দৈনিক ভিডিও বার্তার পাশাপাশি তিনি এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘চলতি হেমন্তকালই এ যুদ্ধের ভবিষ্যৎ নির্ণয় করবে। এ অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে গতকাল বলা হয়, ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিকল্পনা উন্মুক্ত করা হলে তা খতিয়ে দেখা হবে।’

যুক্তরাষ্ট্র সফরের শুরুতেই জেলেনস্কি পেন্সিলভেনিয়া রাজ্যে জো বাইডেনের শহর স্ক্র্যানটনে এক গোলাবারুদের কারখানা পরিদর্শন করে। জেলেনস্কি তার আমেরিকা সফরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ পেশ করবেন বলে আগেই জানিয়েছিলেন। প্রথমে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সেই পরিকল্পনা পেশ করে তিনি বিশ্ব দরবারেও সেটি তুলে ধরতে চান। বাইডেন প্রশাসন চলতি সপ্তাহেই ইউক্রেনের জন্য সাড়ে ৩৭ কোটি মার্কিন ডলার অংকের সহায়তা ঘোষণা করতে চলেছে। ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের সঙ্গেও বৃহস্পতিবার তার আলোচনা হওয়ার কথা। তিনি রিপাবলিকান দলের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাতের আশা করছেন। বুধবার সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর