বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে কমেছে খুন, ধর্ষণ-ছিনতাই বেড়েছে গাড়িচুরি

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

গত ২০ বছরে যুক্তরাষ্ট্রে সবচেয়ে কম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত বছর। সোমবার এ তথ্য প্রকাশ করেছে ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে এফবিআই জানিয়েছে, ২০২২ সালে প্রতি লাখ আমেরিকানের মধ্যে গড়ে খুনের ঘটনা ঘটেছে ৬.৫টি করে। গত বছর তা কমে হয়েছে ৫.৭টি। আগের বছরের তুলনায় গত বছর সহিংসতা কমেছে ৩ শতাংশ, খুন ও অবহেলাজনিত হত্যাকা কমেছে ১১.৬ শতাংশ, ধর্ষণের ঘটনা ৯.৪ শতাংশ এবং সহায়সম্পদ নিয়ে হানাহানির ঘটনা কমেছে ২.৪ শতাংশ। এফবিআইয়ের তথ্যে আরও জানা গেছে, ২০০৪ সাল অর্থাৎ ২০ বছর আগের চেয়ে গত বছর খুন, ধর্ষণ, ছিনতাই, লাঞ্ছিত করার ঘটনা লক্ষণীয়ভাবে কমেছে। তবে গত বছর গাড়ি চুরির ঘটনা ২০ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে নির্বাচনি সমাবেশে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত ৩ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কঠোর সমালোচনা করছেন। তবে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ট্রাম্প মিথ্যাচার করছেন বলে গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে বক্তাদের কাছ থেকে উঠে আসছে।

সর্বশেষ খবর