শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

অনাস্থা ভোটে উতরে গেলেন ট্রুডো

অনাস্থা ভোটে উতরে গেলেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুুডো ও তার সরকার পার্লামেন্টে অনাস্থা ভোটে রক্ষা পেলেন। ট্রুডোর জনপ্রিয়তা কমে যাওয়ার পর স্থানীয় সময় বুধবার বিরোধী দল কনজারভেটিভ পার্টি তার বিরুদ্ধে এই প্রস্তাব উত্থাপন করে। এদিন তিনি রক্ষা পেলেও আরও কয়েক দফায় তার বিরুদ্ধে এ প্রস্তাব আনা হবে। পার্লামেন্টে আরও দুটি বিরোধী দল নিউ ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এবং ব্লোক কুইবেকোইসের সমর্থন আদায় করে ট্রুডো সরকারের পতন আশা করেছিলেন বিরোধীদলীয় নেতা পিয়েরে পোইলিয়েভরে। কিন্তু তাতে তিনি ব্যর্থ হন। উল্লেখ্য, ৯ বছর ধরে কানাডায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি সংখ্যালঘু একটি সরকারের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ তার সরকার খুব দুর্বল। কোনোমতে জোড়াতালি দিয়ে সরকার টিকিয়ে রেখেছেন তিনি। তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বুধবার ব্যর্থ হওয়ার পর কনজারভেটিভ পার্টি আরও কমপক্ষে দুই দফা একই প্রস্তাব আনার পরিকল্পনা করছে।

সর্বশেষ খবর