রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

ঘুষ-দুর্নীতির মামলায় নিউইয়র্ক মেয়রের জামিন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ঘুষ-দুর্নীতির মামলায় নিউইয়র্ক মেয়রের জামিন

নির্বাচনি তহবিলে বিদেশিদের অর্থ গ্রহণ এবং ঘুষ-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় অভিযুক্ত নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস শুক্রবার ম্যানহাটন ফেডারেল কোর্টে হাজির হয়ে জামিন নিয়েছেন। এ সময় মেয়র আদালতের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন। তবে আগামী বুধবার তাকে আদালতে হাজির হতে হবে বলে ফেডারেল ম্যাজিস্ট্রেট জজ ক্যাথারিন পারকার মেয়রকে জানিয়ে দিয়েছেন। একই সঙ্গে এ মামলার সাক্ষীদের আশপাশে না যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, এ সিটির ৩৬০ বছরের ইতিহাসে এই প্রথম দায়িত্ব পালনরত অবস্থায় কোনো মেয়রকে গুরুতর অপরাধের মামলায় অভিযুক্ত করা হলো। সহকারী ইউএস অ্যাটর্নি সেলিয়া কহেন বলেন, তবে ব্যক্তিগত প্রয়োজনে মেয়র সবার সঙ্গে কথা বলতে পারবেন। অন্যদিকে মেয়রের আইনজীবী এলেক্স স্পাইরো বলেন, বুধবার আদালতে হাজির হয়ে মামলাটি খারিজের আবেদন জানানো হবে।

সর্বশেষ খবর