মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলকে কড়া হুমকি ইরানের

ইসরায়েলের কোনো ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’র জবাব ছাড়া থাকবে না ইরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেন, হিজবুল্লাহপ্রধান ও লেবাননে ইরান গার্ডের এক ডেপুটি কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে তারা। শুক্রবার বৈরুতে ইসরায়েলি হামলায় ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশান নিহত হন। একই হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহও নিহত হন। লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণ জোরদার করায় মধ্যপ্রাচ্যে লড়াই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার এবং ইরান ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের এতে জড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে।

সংবাদ সম্মেলনে কানআনি বলেন, আমরা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে। এমনভাবে কাজ করব যাতে শত্রু অনুতপ্ত হয়। তিনি আরও বলেন, ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের ভয়ও করে না।’ কানআনি বলেন, ইরান লেবাননের কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ খবর