মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

জাপানে নতুন নির্বাচনের ডাক

জাপানের হবু প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি অক্টোবরের ২৭ তারিখে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানাবেন। জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) শুক্রবার তাকে নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে। এলডিপি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় এ দলের নির্বাচিত নেতাই হন দেশের প্রধানমন্ত্রী। ওই দিন ভোট গ্রহণ করা হলে নির্দিষ্ট সময়ের এক বছর আগেই দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তাতে নির্ধারিত হবে কোন দল জাপানের পার্লামেন্টের নিম্ন কক্ষের নিয়ন্ত্রণ পাবে। আজ পার্লামেন্টের নিম্ন কক্ষেই দেশটির আইনপ্রণেতারা পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইশিবার নির্বাচন নিশ্চিত করবেন। গতকাল টোকিওতে এলডিপির সদও দপ্তরে এক সংবাদ সম্মেলনে ইশিবা (৬৭) বলেন, ‘যত দ্রুত সম্ভব নতুন প্রশাসনকে জনগণের মাধ্যমে যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।’ ইশিবাকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চ সুদের হারের পক্ষের আর্থিক নীতির লোক বলে বিবেচনা করা হয়।

 

সর্বশেষ খবর