শিরোনাম
মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
হারিকেন হেলেন

যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১১৬

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নর্থ ক্যারোলিনায় ৩০ জনসহ হারিকেন হেলেনের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, ওয়েস্ট ভার্জিনিয়া, ওহাইয়ো, ক্যান্টাকি, টেনেসি স্টেটে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১৬ হয়েছে। গতকাল ভোরে স্টেট ও ফেডারেল প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, হেলেনে লন্ডভন্ড হওয়া স্টেটসমূহে ১২ লাখের অধিক বাসা, ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস-আদালতে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার রাতে প্রলয়ঙ্করি এ ঘূর্ণিঝড়ে ৩৭ লক্ষাধিক বাড়ি-ব্যবসা-অফিস বিদ্যুৎহীন হয়ে পড়ে। জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরিডায় হামলে পড়া স্মরণকালের ভয়ংকর হারিকেন ছিল হেলেন। গতকাল সকাল পর্যন্ত নর্থ ক্যারোলিনা স্টেটের ৭ লাখ ৫৫ হাজার ৩১৩ বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়নি। সাউথ ক্যারোলিনা স্টেটের গভর্নর হেনরি ম্যাকমাস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বলেছেন, যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের পরই অবশিষ্ট বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হবে। তবে এ জন্য আরও কয়েকদিন সময় লাগতে পারে।

হেলেনের তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জর্জিয়া স্টেটে ৫ লাখ ৮০ হাজার, নর্থ ক্যারোলিনায় ৪ লাখ ৫৭ হাজার, ফ্লোরিডায় ১ লাখ ৩৩ হাজার, ভার্জিনিয়ায় ১ লাখ বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। ওহাইয়োতে ৩১ হাজার ৯৭৫, ওয়েস্ট ভার্জিনিয়ায় ২৫ হাজার ৯১২, ক্যান্টাকিতে ২২ হাজার ৪৩৪ এবং টেনেসি স্টেটের ১১ হাজার ৮৬৬ বাড়ি বিদ্যুৎহীন। হেলেনে লন্ডভন্ড স্টেটসমূহে বিদ্যুৎহীন হওয়া আমেরিকানের মধ্যে ৫০ হাজারের অধিক বাংলাদেশিও আছেন বলে কমিউনিটি সংগঠন সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর