শিরোনাম
বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

তোতাপাখির অত্যাচার!

তোতাপাখির অত্যাচার!

আর্জেন্টিনার পূর্বাঞ্চলীয় আটলান্টিক উপকূলের কাছে হিলারিও আসকাসুবি শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোতাপাখি। হাজার হাজার সবুজ-হলুদ-লাল রঙের তোতাপাখি শহরটিতে ছেয়ে গেছে। এ পাখিদের মোকাবিলায় হিমশিম খাচ্ছে অধিবাসীরা। জীববিজ্ঞানীরা বলছেন, আশপাশের পাহাড়ি এলাকায় বনভূমি ধ্বংসের কারণে এ পাখিরা শহরে চলে এসেছে। তারা বৈদ্যুতিক তারে কামড় দিয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটাচ্ছে। আর এ পাখিদের কিচিরমিচির ডাক এবং বিষ্ঠায় অধিবাসীরা হচ্ছে অতিষ্ঠ।

জীববিজ্ঞানী ডায়ানা লেরা বলেন, আশপাশের পাহাড়ের বনভূমি ধ্বংস হওয়ার কারণে পাখিরা খাবার, আশ্রয় ও পানির খোঁজে শহরগুলোর কাছাকাছি চলে আসছে। আর্জেন্টিনার বনাঞ্চলের বড় একটি অংশ কয়েক বছরে ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। কয়েক বছর ধরে এ তোতাপাখিরা শরৎ ও শীতকালে শহরে আশ্রয় নেওয়া শুরু করেছে। কখনো কখনো শহরের প্রতি ৫ হাজার মানুষের বিপরীতে ১০টি করে তোতাপাখি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রীষ্মকালে এ পাখিরা প্রজনন মৌসুমের জন্য দক্ষিণের প্যাটাগোনিয়া পাহাড়ে চলে যায়।

রেডিও ট্যাক্সি এফএমের স্থানীয় সাংবাদিক রামন আলভারেজ বলেন, তারা তারে কামড় দিয়ে সেটি ক্ষতিগ্রস্ত করে। এরপর বৃষ্টির সময় তারে পানি ঢুকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর