বুধবার, ২ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
লেবানন

ব্রিটিশ নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে

ব্রিটিশ নাগরিকদের লেবানন থেকে সরিয়ে নিতে বিশেষ বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। ডেভিড ল্যামি বলেছেন, পরিস্থিতি ‘অস্থির’ এবং ‘দ্রুত অবনতি’ হওয়ার আশঙ্কা আছে। ব্রিটিশ নাগরিক, তাদের স্বামী-স্ত্রী এবং ১৮ বছরের নিচের সন্তানরা এ অগ্রাধিকার পাবেন। তারা চাইলে এ ফ্লাইটে করে লেবানন ছাড়তে পারবেন। আজ এ বিমান বৈরুত থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যাবে। গত সপ্তাহ পর্যন্ত লেবাননে ৪০০০ থেকে ৬০০০ যুক্তরাজ্যের নাগরিক রয়েছে বলে মনে করা হয়েছিল। যুক্তরাজ্য সরকার ফ্লাইটটি চার্টার করার জন্য অর্থ প্রদান করবে।

সর্বশেষ খবর