বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে নাক না গলানোর হুঁশিয়ারি ইরানের

অবশেষে ইসরায়েলে ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইরান। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম প্রতিশোধের হুঙ্কার দেন। এর পরই নিজেদের আকাশপথ বন্ধ করেছে ইরান। সামরিক, বেসরকারি কোনো বিমানই ঢুকতে পারবে না ইরানের আকাশসীমায়। আজ সকাল পর্যন্ত আপাতত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ। তার পর থেকে উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যায়। নাসরুল্লাহর মৃত্যুর পরই পাল্টা হামলার ছক কষে ইরান। মঙ্গলবার লেবাননে ঢুকে যখন ইসরায়েলি সেনা হামলার পরিকল্পনা করে, তখন তেল আবিবে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি সেনা। তার মধ্যেই আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের হামলার নিন্দা করেছে। সব রকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই আবহে আমেরিকাকে দূরে থাকার পরামর্শ দিয়েছে ইরান। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি জানিয়েছেন, তারা কোনোভাবেই আমেরিকার কোনোও হস্তক্ষেপ বরদাশত করবে না।  নাক না গলানোরও হুশিয়ারি দিয়েছে    তিনি  এবং পাল্টা জবাব দেওয়ার কথাও বলেছেন।

সর্বশেষ খবর