বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

যে সাত অঙ্গরাজ্য গড়ে দেবে মার্কিন প্রেসিডেন্টের ভাগ্য

আর মাসখানেক বাকি। এরপরই নির্ধারিত হবে মার্কিন ক্ষমতার গদিতে কে বসবেন। ফলে দিনরাত এক করে নির্বাচনি প্রচারে ছুটছেন দুই প্রার্থী ডেমোক্র্যাট দলের কমলা হ্যারিস এবং রিপাবলিকান দলেন ডোনাল্ড ট্রাম্প। যা সাম্প্রতিক ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসাবে ধরা হচ্ছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অঙ্গরাজ্যে উভয় প্রার্থীর মধ্যে পার্থক্য খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। মার্কিন নির্বাচনে জিততে প্রার্থীদের ৫৩৮ ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০টি দরকার হয়। এ কারণে আসল নির্বাচন মূলত সুইং স্টেটগুলোতেই অনুষ্ঠিত হয়। এই অঙ্গরাজ্যগুলো নিয়েই একটু আলোচনা করা যাক : পেনসিলভানিয়া (১৯ ইলেক্টোরাল ভোট), পেনসিলভানিয়া এক সময় নির্ভরযোগ্যভাবে ডেমোক্র্যাটিকদের দখলে ছিল। তবে সম্প্রতি এটি সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হয়ে উঠেছে। জর্জিয়া (১৬ ইলেক্টোরাল ভোট), ট্রাম্পের প্রথম মেয়াদের শেষের দিকে একটি নির্বাচনি সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। নর্থ ক্যারোলিনা (১৬ ইলেক্টোরাল ভোট), ১৯৮০ সালের পর থেকে এই অঙ্গরাজ্যটি একবারই ডেমোক্র্যাটদের জিতিয়ে দিয়েছে। মিশিগান (১৫ ইলেক্টোরাল ভোট), অ্যারিজোনা (১১ ইলেক্টোরাল ভোট), উইসকনসিন (১০ ইলেক্টোরাল ভোট), নেভাদা (৬ ইলেক্টোরাল ভোট), এ বছর এগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।

সর্বশেষ খবর