ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করেছে। আর তা ভালোভাবেই প্রতিহত করছে হিজবুল্লাহ। পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়ে পাল্টা হামলা চালাচ্ছে। সংগঠনটি জানিয়েছে, তারা ইসরায়েলে বুধবার পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে। এর মধ্যে সাসা এলাকায় একগুচ্ছ রকেট নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের রামিম সামরিক ব্যারাকে ডজনখানেক রকেট দিয়ে হামলা চালানো হয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ইরানের পর হিজবুল্লাহর উপর্যুপুরি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অনেকটাই দিশাহারা ইসরায়েল। এসব হামলা মোকাবিলায় তটস্থ থাকতে হচ্ছে ইসরায়েল সেনাবাহিনীকে।
গতকাল আলজাজিরা জানায়, গতকাল রাজধানী বৈরুতের উপকণ্ঠ দাহিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক মার্কিনিসহ নয়জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। এ ছাড়া লেবাননের সামরিক বাহিনীর এক সদস্যও হামলায় নিহত হয়েছেন। বুধবার রাতে ইসরায়েলের হামলায় বেলজিয়ামের দুই সাংবাদিক আহত হয়েছেন। তারা যে সম্প্রচার প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন, সেই ডিপিজি মিডিয়া এক বিবৃতিতে আহত হওয়ার খবর নিশ্চিত করেছে। লেবাননে বিমান হামলায় নিহতদের মধ্যে এক মার্কিন নাগরিকও ছিলেন। দ্য ডেট্রয়েট নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের মিশিগানের ওই নাগরিকের নাম কামেল আহমেদ জাওয়াদ। ৫৬ বছর বয়সি ওই মার্কিনি তার বৃদ্ধ মায়ের খেয়াল রাখার জন্য লেবাননে গিয়েছিলেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লেবাননের অনেক বেসামরিক মানুষের মৃত্যুর মতো তার মৃত্যুও দুঃখজনক ঘটনা।
বিবিসি জানায়, এরই মধ্যে বাইডেন মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে জি৭ জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন, ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার আছে।যুদ্ধ থামাতে রাজি ছিলেন নাসরুল্লাহ। শান্তির পথ বন্ধ করল ইসরায়েল : এবার সম্মুখ সমরে ইসরায়েল-ইরান! হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর ‘বদলা’ নিতে ইহুদি দেশটিতে ভয়ংকর হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলজুড়ে আছড়ে পড়ে প্রায় ২০০টি ব্যালিস্টিক মিসাইল। পাল্টা ইরানকে মূল্য চোকানোর হুঁশিয়ারি দিয়ে দিয়েছে তেল আবিব। কিন্তু নিজের অজান্তেই নাকি শান্তির পথ বন্ধ করেছে ইসরায়েল। কারণ যুদ্ধ থামানোর পথে হাঁটতে চেয়েছিলেন নাসরুল্লাহ! সেই প্রস্তাব দেওয়ার আগেই তাকে হত্যা করেছে ইসরায়েলি সেনা। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বাউ হাবিব।
গত জুলাই মাস থেকে সংঘাত তীব্র হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে আছড়ে পড়ে জঙ্গি সংগঠনটির রকেট। হামলায় মৃত্যু হয় ১২ জনের। এ ঘটনাতেই আগুনে ঘৃতাহুতি পড়ে।