শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে ‘সামষ্টিক গণহত্যা’ চলছে

-কাতারের আমির

মধ্যপ্রাচ্যে ‘সামষ্টিক গণহত্যা’ চলছে

মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে ‘সামষ্টিক গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। তিনি বলেছেন, ইসরায়েলের লাগামহীন কর্মকাে র ব্যাপারে তার দেশ বহুবার সতর্ক করেছে। গতকাল দোহায় এশিয়া কো-অপারেশন ডায়ালগ সম্মেলনে দেওয়া বক্তৃতায় কাতারের আমির বলেন, এটি স্পষ্ট যে, (মধ্যপ্রাচ্যে) যা ঘটছে তা একটি গণহত্যা। পাশাপাশি, গাজা উপত্যকাকে মানব বসবাসের অযোগ্য অঞ্চলে পরিণত করা হচ্ছে, যাতে সেখানকার মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা যায়। এ সময় ‘ভ্রাতৃত্বপূর্ণ লেবাননের’ বিরুদ্ধেও ইসরায়েলি বিমান হামলা এবং সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান তিনি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। বুধবার দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন।

সর্বশেষ খবর