সম্প্রতি ইসলামাবাদে ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) বিক্ষোভের আয়োজন করে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। বুধবার মুদ্রাস্ফীতি, বিচার বিভাগের স্বাধীনতা ও পিটিআই নেতা ইমরানের মুক্তির দাবিতে দেশটির বিরোধী দলের ডাকা বিক্ষোভে ভাওয়ালপুর, ফয়সালাবাদ ও মিয়ানওয়ালিতে কারফিউ পরিস্থিতি তৈরি করা হয় বলে পিটিআই নেতারা অভিযোগ করেন। পিটিআই নেতা-কর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাহাজের কনটেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করে। কিন্তু পিটিআই নেতারা তা সরিয়ে শহরে ঢুকে পড়েন।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলে রয়েছেন। দলের পক্ষ থেকে তার মুক্তির জন্য ব্যাপক আন্দোলন চলছে। বিক্ষোভ ঠেকাতে পাকিস্তানের পাঞ্জাব সরকার প্রদেশটিতে কারফিউ পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইসলামাবাদের খাইবার পাখতুনখাওয়া হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াক্কাস আকরাম।