ভারতের মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনায় তিনজনের প্রাণহানির ঘটনা ঘটল। দেশটির সরকারের ‘স্বচ্ছ অভিযান’ (পরিচ্ছন্নতা অভিযান)-এর অঙ্গ হিসেবে একটি বিতর্কিত জমি পরিষ্কারকে কেন্দ্র করে বুধবার এই সহিংসতার ঘটনা ঘটে রাজ্যটির উখরুল জেলায়। জানা গেছে, উখরুলের হুনফুন ও হাংপাং গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সহিংসতার ঘটনা ঘটে। প্রায় তিন ঘণ্টা ধরে স্থায়ী হয় এ সংঘর্ষ। দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। আর তাতেই মৃত্যু হয় তিনজনের। আহত হন কমপক্ষে ৪০ জন। আহতদের উখরুল জেলা হাসপাতাল এবং লেইসিফুং খ্রিস্টান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাদের ইম্ফলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের মধ্যে একজন মণিপুর রাইফেলসের সদস্য রয়েছেন। ওরিনমি থুম্বরা নামে নিহত ব্যক্তি ৬ নম্বর ব্যাটালিয়নের সদস্য, তিনি লুঙ্ঘর গ্রামের বাসিন্দা। বাকিরা হলেন রিলেইউং হংগ্রে এবং সিলাস জিংখাই। তারা উভয়েই হুনফুন গ্রামের বাসিন্দা।