শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

জনসনের টয়লেটে আড়ি পাতা যন্ত্র বসিয়েছিলেন নেতানিয়াহু!

জনসনের টয়লেটে আড়ি পাতা যন্ত্র বসিয়েছিলেন নেতানিয়াহু!

বরিস জনসন - বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০১৭ সালে বাসভবনের টয়লেটে গোপন আড়ি পাতার যন্ত্র বসিয়েছিলেন বলে অভিযোগ করেছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

জনসন জানিয়েছেন, নেতানিয়াহু যখন তার ব্যক্তিগত বাথরুমে প্রবেশ করেন ও বের হন, তখন বাথরুমের টয়লেটে একটি গোপন মাইক্রোফোন পাওয়া যায়। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী তার প্রকাশিতব্য আত্মজীবনী ‘আনলিশড’- এর কিছু অংশ ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের কাছে তুলে ধরেছেন। এ আত্মজীবনী ১০ অক্টোবর বাজারে আসবে। ব্রিটিশ রাজনীতিক বরিস জনসন ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে প্রধানমন্ত্রী তেরেসা মের সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি। আত্মজীবনীতে জনসন বলেছেন, ২০১৭ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার ব্যক্তিগত টয়লেটে ব্রিটিশ নিরাপত্তা কর্মীরা একটি মাইক্রোফোন পান। এর কিছুক্ষণ আগে ওই টয়লেটে প্রবেশ করেছিলেন নেতানিয়াহু। সম্প্রতি রাজনীতি থেকে অবসরের পর বরিস ‘আনলিশড’ নামে ওই আত্মজীবনীটি লিখেছেন। বইটির বরাতে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে। সেখানে একটি ‘গোপন অ্যানেক্স’ ভবনে একটি টয়লেট রয়েছে যেটা পররাষ্ট্রমন্ত্রী ব্যবহার করেন।

সর্বশেষ খবর