শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিমানে আগুন, সরিয়ে নেওয়া হলো ১৮০ যাত্রীকে

ইতালির ব্রিন্ডিসি বিমানবন্দরে আয়ারল্যান্ডের উড়োজাহাজ পরিষেবা কোম্পানি রায়ানএয়ারের একটি যাত্রীবাহী বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দ্রুততার সঙ্গে ১৮০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ব্রিন্ডিসি বিমানবন্দরের একজন মুখপাত্র বলেছেন, আগুন লাগার কারণে কয়েক ঘণ্টা ধরে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিমানবন্দরের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, প্রায় তিন ঘণ্টা পরে বিমানবন্দরটি আবার চালু হয়। ইউরোপের বৃহত্তম বিমান বহরের পরিচালনাকারী এয়ারলাইন গ্রুপ রায়নায়ার জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উড্ডয়নের আগে কেবিন ক্রুরা বিমানের ধোঁয়া দেখতে পায়। সঙ্গে সঙ্গে ১৮৪ জন যাত্রী এবং ক্রুকে রানওয়ে থেকে নিরাপদে টার্মিনালে সরিয়ে নেওয়া হয়।

সর্বশেষ খবর