শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ার হামলায় প্রায় ধ্বংস পোকরোভস্ক

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি পোকরোভস্ক শহরের প্রায় ৮০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে রুশ সেনাবাহিনী। গতকাল স্থানীয় এক কর্মকর্তা এ দাবি করেছেন। পোকরোভস্ক সামরিক প্রশাসন প্রধান সেরহিইই ডোবরিয়াক রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে বলেছেন, জ্বালানি কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রুশ হামলার লক্ষ্যবস্তু। পোকরোভস্কের অর্ধেকটাসহ নিকটবর্তী ১০টি গ্রাম ও একটি শহর সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় আছে। তিনি আরও বলেছেন, ‘শত্রুপক্ষ আমাদের বিদ্যুৎ, পানি ও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত করছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে পোকরোভস্কে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। ডোবরিয়াক বলেছেন, শহরে এখন ১৩ হাজার ৫০ জন বাসিন্দা আছেন। বিগত কয়েক সপ্তাহ ধরেই স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে কর্তৃপক্ষ। মাত্র মাস দেড়েক আগেও এখানে প্রায় ৪৮ হাজার মানুষ বাস করতেন।

সর্বশেষ খবর