শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নেই

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা নেই

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি মনে করেন না যে মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরু হতে যাচ্ছে। গাজা ও লেবাননে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ও ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধ এড়ানো সম্ভব হলেও পরিস্থিতি সামলাতে আরও পদক্ষেপ নেওয়া জরুরি। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কতটা নিশ্চিত যে এ যুদ্ধ এড়ানো সম্ভব হবে। জবাবে তিনি বলেন, আপনি কতটা নিশ্চিত যে বৃষ্টি হবে না? দেখুন, আমি মনে করি না সর্বাত্মক যুদ্ধ হবে। আমি মনে করি, আমরা এটি এড়াতে পারি।

সর্বশেষ খবর