রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

কানাডার ভাষা শিখলেই বিদেশি শিক্ষার্থীরা ওয়ার্ক পারমিট পাবেন

সিটিজেনশিপের পথ সুগম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

কানাডায় বিদেশি ছাত্রভিসায় অধ্যয়নরতদের পোস্ট গ্র্যাজুয়েশন প্রোগ্রামকালীন তিন বছরের ওয়ার্ক পারমিটের জন্য নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ১ নভেম্বরের পর যারা আন্তর্জাতিক ছাত্র হিসেবে ভিসার আবেদন করবেন তাদের নিশ্চিত করতে হবে যে, গ্র্যাজুয়েশনের পর অবশ্যই কানাডার শ্রম সেক্টরের পরিপূরক ভাষাশিক্ষা গ্রহণ করতে হবে। একই ঘোষণায় আরও উল্লেখ করা হয়েছে, কানাডায় আসা বিদেশি ছাত্র তথা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ইতিপূর্বেকার ৯৬৬ একাডেমিক প্রোগ্রাম কমিয়ে মাত্র পাঁচটিতে আনা হয়েছে। এগুলো হচ্ছে- কৃষি এবং কৃষিজাত খাদ্য, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং অঙ্ক এবং ব্যবসা ও পরিবহন। এসব সেক্টরে শ্রমশক্তির প্রচুর চাহিদা মেটাতেই নতুন এই ওয়ার্ক পারমিটের প্রথা চালু করা হচ্ছে। উল্লেখ্য, কৃতিত্বের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশনকারী বিদেশি ছাত্রদের কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়ে থাকে। আর পোস্ট-সেকেন্ডারি এডুকেশন প্রোগ্রামকে ‘ক্লাসিফিকেশন অব ইন্সট্রাকশনাল প্রোগ্রাম’ (সিআইপি)-এর আওতায় পরিচালনা করা হচ্ছে।

কানাডা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১ নভেম্বর কার্যকর হতে যাওয়া নতুন এ বিধি অনুযায়ী কলেজ এবং বিশ্ববিদ্যালয় উভয়ের সব পোস্ট-গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনকারীকে অবশ্যই ভাষা পরীক্ষায় পাস করতে হবে।

সর্বশেষ খবর