রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

বিশ্বের তৃতীয় ধনী জাকারবার্গ

বিশ্বের তৃতীয় ধনী জাকারবার্গ

মার্ক জাকারবার্গ

বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়ে উঠলেন মেটার সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেটার শেয়ারের দৌলতে অ্যামাজন চেয়ারম্যান জেফ বেজোসকে পেছনে ফেলে দিয়েছেন তিনি। জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ২০৫.৪ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, সাবেক অ্যামাজন সিইও-এর ২০৩.৯ বিলিয়ন সম্পদকে ছাড়িয়ে গেছে। জাকারবার্গ রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় ২ নম্বর ল্যারি এলিসনের (২০৮ বিলিয়ন) পেছনে রয়েছেন। যদিও তিনি ১ নম্বর ইলন মাস্কের (২৬৪ বিলিয়ন) থেকে অনেক দূরে রয়েছেন।

মেটা সিইওর মোট সম্পদের পরিমাণ মেটা শেয়ারে ২%-এর বৃদ্ধির সঙ্গে বেড়েছে। এ বৃদ্ধি মেটার কর্মক্ষমতা দ্বারা চালিত হয়েছে, যেখানে জাকারবার্গের ১৩ শতাংশ শেয়ার রয়েছে। -ফোর্বস

সর্বশেষ খবর