শিরোনাম
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছে রাশিয়া?

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে তার দেশ। বিষয়টি নিয়ে এরই মধ্যে উচ্চপর্যায়ে আলোচনাও শুরু হয়েছে। আফগানিস্তানে নিযুক্ত পুতিনের বিশেষ প্রতিনিধি জামির কাবুলভ জানিয়েছেন, এ সিদ্ধান্তটি চূড়ান্ত করতে অনেক আইনি বিষয় পার হতে হবে। পুতিন জুলাই মাসেই জানিয়েছিলেন, সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াইয়ে তালেবানকে তারা মিত্র মনে করে। রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে। ২০২১ সালের আগস্টে পশ্চিমা-সমর্থিত আশরাফ গনি সরকারকে সরিয়ে আফগানিস্তানের শাসনক্ষমতায় বসে তালেবান। -রয়টার্স

সর্বশেষ খবর