সোমবার, ৭ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
ভারতে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা

এবার অনশনে সিনিয়র ডাক্তাররা

এবার অনশনে সিনিয়র ডাক্তাররা

ভারতের পশ্চিমবঙ্গে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। গোটা আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন সিনিয়ররা। বিচারের দাবিতে ও ঘটনার প্রতিবাদে দিনের পর দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো- সেই আন্দোলনে পাশে রয়েছেন সিনিয়ররা। জয়েন্ট প্ল্যাটফরম অব ডক্টরসদের তরফে ঘোষণা করা হয়েছে অনশনে বসবেন সিনিয়র চিকিৎসকরাও। জুনিয়র চিকিৎসকরা ডোরিনা ক্রসিংয়ে ধরনায় বসেছেন। সেই ধরনার পাশে থাকলেন সিনিয়র চিকিৎসকরাও। শনিবার থেকে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। গতকাল ছিল অনশনের দ্বিতীয় দিন। আর সেই দ্বিতীয় দিনে জুনিয়রদের পাশে থাকার বার্তা দিলেন সিনিয়ররাও। তবে তারা রিলে অনশনে বসবেন। তবে সেই একই মঞ্চে তারা অনশনে বসবেন কি না তা নিয়ে কিছুটা সমস্যা রয়েছে। সেখানে অনশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ পুলিশ যদি একান্তই অনুমতি না দেয় তবে তারা বিকল্প জায়গার কথা ভাববেন।

সর্বশেষ খবর