ইউক্রেনের হয়ে যুদ্ধ করার অভিযোগে এক মার্কিন নাগরিককে কারাদণ্ড দিয়েছেন রাশিয়ার একটি আদালত। ভাড়াটে সৈনিক হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার অভিযোগে স্টিফেন জেমস হাববার্ড নামে ওই মার্কিন নাগরিককে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মিশিগানের বাসিন্দা হাববার্ডকে পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে কাজ করার জন্য মাসে ১ হাজার ডলার (৭৬০ পাউন্ড) দেওয়া হয়েছিল, যেখানে তিনি ২০১৪ সাল থেকে বসবাস করছিলেন। তারা বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হাববার্ড ইউক্রেনে প্রশিক্ষণ নেন। একই মাসে মস্কো ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠিয়েছিল। ওই বছরের ২ এপ্রিল রুশ সেনারা তাকে আটক করে বলে গত মাসে প্রসিকিউটরের বরাতে জানিয়েছে আরআইএর রাষ্ট্রীয় বার্তা সংস্থা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হাববার্ড এ অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। মস্কোর মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তারা এক আমেরিকান নাগরিককে আটকের বিষয়ে অবগত আছেন, তবে সোমবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্রিমিয়া উপদ্বীপের একটি বড় তেল ডিপোতে হামলা চালিয়েছে। রাশিয়া ওই জ্বালানি সরবরাহ ব্যবস্থার নিয়ন্ত্রণ করে। কিয়েভের কর্মকর্তা বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী ফিওদোসিয়া টার্মিনালে হামলা চালায়।