বুধবার, ৯ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

লেবাননে জরুরি চিকিৎসা সহায়তা দেবে চীন

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করবে চীন। গতকাল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির বৈদেশিক সহায়তা সংস্থা ‘দ্য চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি’। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র লি মিং বলেছেন, লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হতাহতের ঘটনা বেড়েই চলেছে। লেবানিজ সরকারের অনুরোধে চীন সরকার সেখানকার জনগণকে চিকিৎসা সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’ এদিকে, ইসরায়েল দাবি করছে যে, তারা হিজবুল্লাহর স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে। কিন্তু প্রাণ হারাচ্ছে বেসামরিক নাগরিক। এ ছাড়া হামলার মুখে লেবাননে ১২ লাখের বেশি মানুষ উদ্বাস্তু হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। অব্যাহত বিমান হামলার মুখে রাজধানী বৈরুতের হাজারো বেসামরিক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন।

সর্বশেষ খবর