গাজা ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পেছনে দখলদার ইসরায়েলের ব্যয় ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ হিসাব তুলে ধরেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফরেন পলিসি’ পত্রিকা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ বছরের আগস্ট পর্যন্ত গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের নগদ অর্থ ব্যয় হয়েছে ২৬.৩ বিলিয়ন ডলার। এ যুদ্ধ-সংক্রান্ত অন্যান্য ব্যয়ের পরিমাণও অনেক বেশি। ‘ফরেন পলিসি’ পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, গাজা এবং লেবানন যুদ্ধের পেছনে ইসরায়েল যে পরিমাণ অর্থ ব্যয় করেছে তা এ অবৈধ রাষ্ট্রটির জিডিপির ১২ শতাংশের সমান। ২০২৩ সালের ৭ আগস্ট থেকে গাজায় সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে দখলদার ইসরায়েল। এ পর্যন্ত সেখানে তারা ৪২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে।