কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা বৃদ্ধি, অপরাধীদের শাস্তি, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোতে থ্রেট কালচার বিলোপ, কাজের পরিবেশ ফিরিয়ে আনা, রোগীবান্ধব পরিবেশ তৈরি করাসহ ১০ দফা দাবিতে যখন জুনিয়র ডাক্তাররা অনশন চালাচ্ছেন ঠিক সে সময় তৃণমূল সরকারের ওপরে চাপ বাড়াল সিনিয়ার ডাক্তাররা। নিজেদের দাবি আদায় করতে গণ ইস্তফা দিলেন কলকাতার সরকারি আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার। বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে মমতা সরকার। গতকাল সিনিয়র ডাক্তাররা যখন গণ ইস্তফা দিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছেন তখন সেই সিদ্ধান্তকে হাততালি দিয়ে অভিবাদন জানালেন জুনিয়র চিকিৎসকরা। গত ৯ আগস্ট চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগ উঠেছিল। আর এরপর থেকেই প্রায় দুই মাস ধরে আন্দোলন, প্রতিবাদ চালিয়ে আসছেন ডাক্তারা, ঘটনার প্রতিবাদে কর্ম বিরতিও পালন করেছেন। ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে পথে নেমেছে নাগরিক সমাজের একাংশ।
এর মধ্যে গত শনিবার থেকে ধর্মতলার অনশনে বসেছেন সাত জুনিয়র ডাক্তার। এ কর্মসূচিকে সমর্থন জানিয়ে গতকাল রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে ১২ ঘণ্টার জন্য অনশনে বসে জুনিয়র ডাক্তাররা। এমন এক পরিস্থিতিতে সিনিয়র ডাক্তারদের এ পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে তার কী প্রভাব পড়বে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। তবে যেভাবে নিজেদের দাবি-দাওয়া পূরণে চিকিৎসকরা পথে নেমেছেন তাতে বেশ অস্বস্তিতে মমতা ব্যানার্জির তৃণমূল সরকার।