শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা

জম্মু-কাশ্মীর বিধানসভায় মাত্র তিনজন নারী প্রতিনিধি!

কলকাতা প্রতিনিধি

দুই দিন আগেই ভারতের জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথ প্রশস্ত করেছে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স দলের জোট। ৯০ আসনের মধ্যে এ জোট পেয়েছে ৪৯টি আসন (এনসি-৪২, কংগ্রেস-৬, সিপিআইএম-১), অন্যদিকে ২৯ আসনে জয় পেয়েছে বিজেপি, তিন আসনে জয় পেয়েছে ‘পিপলস ডেমোক্রেটিক পার্টি’ (পিডিপি), একটি করে আসনে জয় পেয়েছে আম আদমি পার্টি (আপ) এবং জম্মু-কাশ্মীর পিপলস কনফারেন্সের প্রার্থীরা, অন্যরা জয় পেয়েছে সাতটি আসনে। তবে এ নির্বাচনে নারী প্রতিনিধিত্ব খুবই কম। মাত্র তিনজন নারী প্রার্থী এ নির্বাচনে জয়ের মুখ দেখতে পেয়েছেন। প্রায় ১০ বছর পর জম্মু-কাশ্মীরের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে তিনজন জয়ী নারী প্রার্থীর মধ্যে একজন বিজেপির বাকি দুজন ন্যাশনাল কনফারেন্স দলের। বিজেপির একমাত্র জয়ী প্রার্থী সাগুন পারিহার। কিস্তোয়ার কেন্দ্র থেকে ৫২১ ভোটে জয়ী হয়েছেন ২৯ বছর বয়সি সাগুন। অন্যদিকে ন্যাশনাল কনফারেন্সের দুই জয়ী প্রার্থী হলেন শামীমা ফেরদৌস এবং সাকিনা ইলতু। সম্প্রতি শেষ হওয়া বিধানসভার নির্বাচনে ৪১ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শেষবার ২০১৪ সালের নির্বাচনে অংশ নেওয়া নারী প্রার্থীর সংখ্যা ছিল ১৭ জন।

সর্বশেষ খবর