জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করতে আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বুধবার তিনি সেখানে মানবিক সহায়তা প্রবেশাধিকারের ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এবং জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে ফু ছোং বলেন, গাজা সংঘাত ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত বছরের অক্টোবর থেকে কাউন্সিলের কাজের তালিকায় অগ্রভাগে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বরং ক্রমাবনতি হয়েছে। ফু ইসরায়েলকে গাজায় সব সামরিক কর্মকান্ড বন্ধ করার এবং গাজা উপত্যকার জনগণের ওপর গণ-শাস্তি চাপিয়ে দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতা দ্বি-রাষ্ট্র সমাধানকে দূরপরাহত করে, সহিংসতা বাড়তে দেওয়া যাবে না এবং একে অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, লেবাননকে অবশ্যই পরবর্তী গাজা উপত্যকা হয়ে উঠতে দেওয়া যাবে না। ফু বলেন, চীন সব পক্ষকে সংযম অনুশীলন এবং যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে।