শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
আন্দোলনে জুনিয়র ডাক্তাররা

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সেবায় ভয়াবহ অবস্থা

কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবি করে ধর্মতলায় অনশন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকরা ১০ দফা দাবি জানিয়েছেন। সরকারি হাসপাতালের পাশাপাশি রাজ্যের বেসরকারি হাসপাতালগুলোও আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে এখন সারদীয় উৎসবের আমেজ। এখন এ উৎসবের মধ্যেই চলছে আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং আমরণ অনশন। এ আবহে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে পথে নেমেছেন অন্যান্য বেসরকারি চিকিৎসকরাও। গণইস্তফার ঘটনা ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। একাধিক সরকারি হাসপাতালে সেটা দেখতে পাওয়া গেছে। এবার এ আন্দোলনে সামিল হতে চলেছেন রাজ্যের বেসরকারি হাসপাতালদের চিকিৎসকরা। ফলে প্রায় সব হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে।

সর্বশেষ খবর