তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং দ্য তাইওয়ানের স্বশাসিত দেশের মর্যাদা অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করেছেন। তিনি বলেছেন, তাইওয়ানের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার চীনের নেই এবং বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় চীনের উচিত তাইপের সঙ্গে মিলে কাজ করা।
দ্বীপদেশ তাইওয়ানকে নিজেদের বলে চীন যে দাবি করে আসছে- প্রচ্ছন্নভাবে সে প্রসঙ্গ টেনে লাই বলেন, তিনি চীনের সঙ্গে তাইওয়ানের একীকরণ কিংবা তাইওয়ানের স্বার্বভৌমত্ব লঙ্ঘন হওয়া ঠেকানোর প্রতিশ্রুতি সমুন্নত রাখবেন। তাইওয়ানের রাজধানী তাইপেতে ন্যাশনাল ডে উদযাপন উপলক্ষে গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে লাই এ অঙ্গীকার করেন। তাইওয়ানে জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন লাই। চীন তাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়েছে। লাই ছিং দ্য বলেন, ‘এ ভূমিতে (তাইওয়ান) গণতন্ত্র ও স্বাধীনতা বাড়ছে এবং তা বিকশিত হচ্ছে। পিপলস রিপাবলিক অব চায়নার (চীন) তাইওয়ানের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই।’