বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
মার্কিন নির্বাচন

দোদুল্যমান রাজ্য জর্জিয়ায় আগাম ভোট শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনি লড়াই। কয়েকটি রাজ্যে গত মাসেই আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। আর এ সপ্তাহে আগাম ভোট হচ্ছে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য জর্জিয়ায়। সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্যের একটি জর্জিয়া। সেখানে গতকাল সকালে ভোটাররা সশরীরে ভোট দেওয়া শুরু করেছেন। তারা ব্যালটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট কে হবেন সে সিদ্ধান্ত জানাবেন। তাছাড়া, রাজ্য এবং স্থানীয় নির্বাচনি প্রতিযোগিতার ক্ষেত্রে ভোটাররা তাদের রায় দেবেন। যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন দুই প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং তার প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ডিকালব কাউন্টির নির্বাচন পরিচালক স্মিথ বলেন, ‘আমরা ঐতিহাসিক ভোটার উপস্থিতির জন্য প্রস্তুত। আমরা জানি এটি প্রেসিডেন্ট নির্বাচন এবং সেভাবেই আমরা নির্বাচনকর্মীর ব্যবস্থা করেছি।’ প্রেসিডেন্ট নির্বাচনের দিনে ভোটারদের লম্বা লাইন এড়াতেই মূলত ভোটারদের এই আগাম ভোট দেওয়ার আহ্বান জানান ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা।

সর্বশেষ খবর