বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা

রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জুয়েলারি খাত

বাদল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাজুস, কর্ণধার : জড়োয়া হাউজ

নিজস্ব প্রতিবেদক

রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জুয়েলারি খাত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর সাধারণ সম্পাদক জড়োয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায় বলেছেন, দেশে স্বর্ণের বাজারের বিকাশ ঘটাতে চোরাচালান বন্ধ, ভ্যাট-শুল্ক কমানো এবং কারিগরদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। ভ্যাটের কারণে ক্রেতারা বিদেশমুখী হচ্ছেন। সরকার এ বিষয়গুলোয় নজর দিলে রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জুয়েলারি খাত। তিনি বলেন, বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের হাত ধরে আমরা এ শিল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। জুয়েলারি মেলা উপলক্ষে ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, এবার তৃতীয়বারের মতো এ মেলা হচ্ছে। এটাকে মাইলফলক বলা যায়। তাই সবাইকে মেলায় আসার আহ্বান জানাই। ভবিষ্যতে আমরা এটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বাজুস সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, ব্যবসায় ভালোমন্দ আছে। সরকার এ খাত থেকে ভালো রাজস্ব পায়। সে ক্ষেত্রে ক্রেতাদের বিদেশ যাওয়া রোধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি এতে কর্মসংস্থানের সুযোগও নষ্ট হয়। আমাদের দেশের কারিগররা ভালো কাজ করলেও অনেক কাজের বিষয়ে তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। এ জায়গাগুলোয় উন্নয়ন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের কারিগরদের মানোন্নয়ন করতে পারলে আমরা পরবর্তীতে এ পণ্যগুলো রপ্তানিও করতে পারব। আমাদের সহযোগিতা করতে এ খাতে সরকারের নজর দেওয়া প্রয়োজন। স্বর্ণ খাতে ভ্যাট কমালেও সরকারের রাজস্ব আয় কমবে না; বরং আরও বাড়বে। কারণ এতে ক্রেতারা কিনতে আগ্রহী হবেন। ভ্যাট পরিমাণে কম হলে আদায় করতে সুবিধা হবে।

সর্বশেষ খবর