২ মে, ২০২২ ১৮:১৪

মহামারির পর প্রথমবারের মতো মক্কায় পূর্ণ ধারণক্ষমতায় ঈদ জামাত

অনলাইন ডেস্ক

মহামারির পর প্রথমবারের মতো মক্কায় পূর্ণ ধারণক্ষমতায় ঈদ জামাত

আজ সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদুল ফিতরের নামাজ। ছবি : এসপিএ

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের (মসজিদ আল হারাম) পাশাপাশি সব মসজিদে ঈদুল ফিতরের নামাজ পড়া হয়েছে। করোনা মহামারির পর এবারই প্রথম মসজিদগুলোয় পূর্ণধারণক্ষমতায় মুসল্লিরা ঈদের নামাজ পড়লেন। খবর আল-আরাবিয়ার।

করোনা সংক্রমণ কমতে থাকায় গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে মসজিদগুলোয় পূর্ণ ধারণক্ষমতায় নামাজের ব্যবস্থার শুরু হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন।

ত শনিবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আজ সোমবার সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতি বছর, সারা বিশ্বের মুসলমানরা রমজানের এক মাস রোজার পরে ঈদুল ফিতর উদযাপন করেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 

সর্বশেষ খবর