৯ জানুয়ারি, ২০২৩ ১৬:০১

এবার হজে পূর্ণ কোটা, উঠে গেলো বয়সের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

এবার হজে পূর্ণ কোটা, উঠে গেলো বয়সের নিষেধাজ্ঞা

ফাইল ছবি

চলতি বছর হজ পালনে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের ‘হজ চুক্তি’ স্বাক্ষরিত হয়েছে। সোমবার সকালে সৌদি আরবে এ চুক্তি হয়। এতে ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞা উঠে গেছে। সেইসঙ্গে সব নিষেধাজ্ঞা কাটিয়ে আবার হজের পূর্ণ কোটা বহাল হয়েছে। 

অর্থাৎ চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। 
 
সংবামাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন। 

তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ২০২০ এবং ’২১ সালে নিষেধাজ্ঞা জারি করে সীমিত পরিসরে হজ আয়োজন করে সৌদি কর্তৃপক্ষ। তবে সে নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর হজ পালিত হয়। যদিও সৌদি সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া নিয়মে স্বাভাবিকের চেয়ে অর্ধেক সংখ্যক সুযোগ পান পবিত্র হজ পালনের।  

এবার আগামী মে মাসের শেষ সপ্তাহে হজের ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এতে পূর্ণ কোটায় যাত্রীরা হজে যেতে পারবেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর