১০ জানুয়ারি, ২০২৩ ১৩:০২

২০২৩ সালের হজ হবে করোনা পূর্ববর্তী স্বাভাবিক নিয়মে

অনলাইন ডেস্ক

২০২৩ সালের হজ হবে করোনা পূর্ববর্তী স্বাভাবিক নিয়মে

করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে সৌদি আরব

সৌদি আরব ২০২৩ সালের হজ মৌসুমে করোনাভাইরাস সংক্রান্ত সব বিধিনিষেধ প্রত্যাহার করবে। দেশটির হজ ও উমরাহ সংক্রান্ত মন্ত্রণালয়ের বরাতে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে

২০১৯ সালে করোনাভাইরাস সংক্রমণের আগে ২৬ লাখ মানুষ হজ পালন করতে পেরেছিল। তবে ২০২০ ও ২০২১ এ সীমিত সংখ্যক মানুষকে হজ করার অনুমতি দেয় দেশটি।

এক টুইট বার্তায় সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায়, ২০২৩ এর হজে কোনো ধরনের বিধিনিষেধ (বয়সসীমা সহ) আরোপ করা হবে না।

২০২২ সালে শুধু ১৮ থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিদের হজ করার অনুমতি দেওয়া হয়। বাড়তি শর্ত হিসেবে ছিল করোনাভাইরাসের টিকার পূর্ণ ডোজ নেওয়া ও কোনো দুরারোগ্য ব্যাধিতে না ভোগার শর্ত। ২০২৩ সালের হজ মৌসুম ২৬ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে সোমবার সকাল ১০ টার দিকে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি করে বাংলাদেশ। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করেন। 

চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে আগের কোটা অনুযায়ী ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের নিষেধাজ্ঞাও উঠে গেছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

সর্বশেষ খবর