২১ এপ্রিল, ২০২৩ ১২:৩৪

সৌদিসহ যে ১৫ দেশে উদযাপিত হচ্ছে ঈদ

অনলাইন ডেস্ক

সৌদিসহ যে ১৫ দেশে উদযাপিত হচ্ছে ঈদ

সৌদি আরবের মক্কায় মসজিদ আল হারামে ঈদের জামাত

সৌদি আরবের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ শুক্রবার উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে মালয়েশিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশে চাঁদ দেখা না যাওয়ায় দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার।

বৃহস্পতিবার সন্ধ্যায় সবার আগে চাঁদ দেখতে পাওয়ার ঘোষণা দেয় সৌদি আরব। এরপর এ তালিকায় যোগ হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ আরও অন্তত ১৪টি দেশ। 

দেশ গুলো হলো-বাহরাইন, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া ও সুদান

প্রতি বছরই পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মুসলিম বিশ্বের পাশাপাশি বিভিন্ন দেশে গঠিত হয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে উদযাপন হয় ঈদুল ফিতর। যেসব দেশে চাঁদ দেখা না যাওয়ায় সেসব দেশগুলোতে আগামীকাল শনিবার ঈদ উযাপিত হবে বলে আশা করা হচ্ছে। যদিও চাঁদ দেখতে পাওয়ার ওপরই নির্ভর করছে সেটি।

বাংলাদেশেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ অনেক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর