২৬ এপ্রিল, ২০২৩ ১৩:০৫

পূরণ হয়নি কোটা, বাড়ছে না হজ নিবন্ধনের সময়

অনলাইন ডেস্ক

পূরণ হয়নি কোটা, বাড়ছে না হজ নিবন্ধনের সময়

চলতি বছরে দফায় দফায় হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হলেও কোটা পূরণে এখনো ঘাটতি রয়েছে ৬ হাজার ৭০৭। তবে কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এবছর নয়বার সময় বাড়ানো হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর কোনো সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

আটবার সময় বৃদ্ধি এবং এক দিনের বিশেষ সুযোগের পর সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ১০ হাজার ৭৪ জন। তাতে কোটা পূরণে বাকি ৪ হাজার ৯২৬ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য নিবন্ধন করেছেন এক লাখ ১০ হাজার ৪১৭ জন; কোটা পূরণে বাকি এক হাজার ৭৮১ জন।  

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ৯ জানুয়ারি সৌদি আরবের সঙ্গে সম্পাদিত চুক্তি মতে এ বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ যেতে পারবেন।  

বিডি-প্রতিদিন/বাজিত

সর্বশেষ খবর