১০ ফেব্রুয়ারি, ২০২৪ ০৮:২৬

ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ

অনলাইন ডেস্ক

ইজতেমার দ্বিতীয় পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ

৫৭তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে রবিবার আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দোয়া অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায়।

শুক্রবার রাতে বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এই তথ্য নিশ্চিত করেন। প্রাপ্ত তথ্যমতে, আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে বয়ান করবেন মাওলানা আব্দুল আজিম (ভারত), যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত) বাংলা তরজমা-মাওলানা মাহমুদুল্লাহ। আসরের পরে বয়ান-মাওলানা ওসমান (পাকিস্তান), বাংলা তরজমা-মাওলানা আজিম উদ্দিন।  বয়ানের পরে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হবে। মাগরিবের পরে বয়ান-মুফতি ইয়াকুব (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ।

রবিবার ফজরের পরে বয়ান- মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরেই হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত), বাংলা তরজমা-মাওলানা মনির বিন ইউসুফ।

রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর