২ এপ্রিল, ২০২৪ ০৮:১৬

সৌদিতে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশনা

অনলাইন ডেস্ক

সৌদিতে সূর্য উঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশনা

সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখ

পবিত্র ঈদুল ফিতরের নামাজ সূর্য উঠার ১৫ মিনিট পর আদায়ের নির্দেশনা দিয়েছেন সৌদি আরবের ধর্মবিষয়ক (ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স) মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ।

রবিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে সৌদি গেজেট জানিয়েছে, উম আল-কুরা ক্যালেন্ডার অনুসারে সূর্য ওঠার ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায়ের নির্দেশনা দেয় সৌদি আরব। 

দেশটির বিভিন্ন অঞ্চলের মন্ত্রণালয়গুলোতে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ইসলামিক অ্যাফেয়ার্সের কল ও গাইডেন্স মন্ত্রী।

মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ অন্যান্য প্রয়োজনীয় পরিষেবাগুলো নিশ্চিত করে নির্ধারিত স্থানে ও মসজিদে ঈদুল ফিতরের নামাজের প্রাথমিক প্রস্তুতি নেয়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে। যাতে মুসল্লিরা আরামের সঙ্গে তাদের আচার-অনুষ্ঠান সম্পূর্ণরূপে পালন করতে পারেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর