১৬ এপ্রিল, ২০২৪ ১০:২৯

এ মৌসুমে ওমরাহ পালনের সময়সীমা ১৫ জিলকদ পর্যন্ত

অনলাইন ডেস্ক

এ মৌসুমে ওমরাহ পালনের সময়সীমা ১৫ জিলকদ পর্যন্ত

এ মৌসুমে ১৫ জিলকদের পর ওমরাহ পালনের অনুমোতি দেবে না সৌদি সরকার।  

সোমবার (১৫ এপ্রিল) সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। পবিত্র শহর মক্কা ও মদিনায় হজযাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে ওই প্রতিদেনে জানানো হয়।

দেশটির হজ্ব ও  ওমরাহ মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, নতুন নিয়মে তিন মাস মেয়াদি ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকেই দিন গণনা শুরু হবে। যেখানে আগে সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে ভিসার মেয়াদ গণনা করা হতো।

মন্ত্রণালয়টি স্পষ্ট করে বলেছে, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওমরাহ ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জিলকদের মধ্যেই শেষ হতে হবে।  

মন্ত্রণালয় বলেছে, ওমরাহ ভিসার শেষ দিন ১৫ জিলকদ অনুমোদিত হয়েছে, যা আগের ২৯ তারিখ থেকে ২ সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, তারা ওমরাহ ভিসায় হজ করার অনুমতি দেন না। ওমরাহ ভিসাধারীদের ১৮ জুন বা ২০ জিলকদের মধ্যে সৌদি আরব ছাড়তে হবে। এর আগে জেনারেল ডিরেক্টরেট অফ পাবলিক সিকিউরিটি হজ মৌসুমের জন্য বিশেষ এন্ট্রি পাস ছাড়া পবিত্র নগরী মক্কায় প্রবেশের নিষেধাজ্ঞা ঘোষণা করে। অনুমতি ছাড়া যাত্রীদের মক্কার দিকে যাওয়ার রাস্তার প্রবেশপথ থেকে ফিরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর